কাযী আবুল মাহাসেন হাসান বিন মানছূর হানাফী বলেন,
‘(অনৈসলামিক উৎসবগুলোর) দিনের সম্মানার্থে কেউ যদি ঐ সব মেলা থেকে কোন বস্তু ক্রয় করে কিংবা কাউকে কোন উপঢৌকন দেয়, সে কুফরী করল। এমনকি সম্মানার্থে নয় বরং সাধারণভাবেও যদি এই মেলা থেকে কিছু ক্রয় করে কিংবা কাউকে এই দিন কিছু উপঢৌকন দেয়, তবে সেটিও...