এই প্রবন্ধে আমরা মাজাহিব আরবাহ (চারটি মাজহাব)-এর বিশ (২০)টি এমন মাস'আলা (বিধান) তুলে ধরব, যেগুলোর ওপর চারটি মাজহাবেরই ঐক্যমত রয়েছে, কিন্তু এই মাস'আলাগুলো মারজুহ (দুর্বল) এবং বে-দলিল (প্রমাণহীন)।
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়াহ (রাহিমাহুল্লাহ) বলেন:
«وَلَمْ يَقُلْ أَحَدٌ مِنْ عُلَمَاءِ...