শায়খুল ইসলাম মাজমূ' ফাতাওয়া গ্রন্থে (১৯/১৯৫) বলেছেন: এমন কোনো ঐকমত্যপূর্ণ মাসআলা পাওয়া যাবে না, যা রসূলের পক্ষ থেকে বর্ণিত হয়নি। কিন্তু এই বিষয়টি অনেক মানুষের দৃষ্টির আড়ালে থেকে যায়। আর সে ইজমা' মনে করে তা দ্বারা দলীল পেশ করে। যেমন ঐ ব্যক্তি যে নছের মর্ম না বুঝে নছ দ্বারা দলীল পেশ করে...