রাষ্ট্র ও সরকার মানব জীবনের দুটি অপরিহার্য বিষয় । দুনিয়ায় মানুষের স্থিতি, বিকাশ ও সমৃদ্ধির জন্যে রাষ্ট্র ও সরকারের অস্তিত্ব একান্তই আবশ্যক । অন্তত মানুষের সমাজবদ্ধ জীবন যে রাষ্ট্র ও সরকার ছাড়া চলতে পারে না, এ বিষয়ে প্রাচীন ও আধুনিক কালের মনীষীগণ প্রায় সকলেই একমত। তবে কোন্ ধরনের রাষ্ট্র ও...