উত্তর : হজ্জ বা উমরাহ পালনোত্তর মহিলারা চুল ছোট করবে।রাসূল (সাঃ) বলেছেন, 'নারীদের জন্য মাথা কামানোর দরকার নেই, তাদেরকে চুল ছাঁটতে হবে’ (আবূ দাঊদ, হা/১৯৮৫; সিলসিলা ছহীহাহ, হা/৬০৫)। ইবনুল মুনযির রাহিমাহুল্লাহ, ইবনে কুদামাহ রাহিমাহুল্লাহ ও শায়খ উছাইমীন রাহিমাহুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে আলিমগণ ঐকমত্য...