যদি কেউ মধ্যস্থতাকারী গ্রহণ করে এ বিশ্বাসে যে, তার উদ্দেশ্যে ইবাদাত করে না, তার নিকট দু'আ করে না, তার জন্য যবেহ বা মান্নতও করে না বরং শুধুমাত্র এ ধারণা পোষণ করে যে, এসব ইবাদাত আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম। এ বিষয়টিও বিদ'আত এবং শির্কের উপকরণ। কেউ কেউ এ মধ্যস্থতাকে উসীলা হিসেবে গ্রহণ করে থাকে।...