উত্তর: ইক্বামতের জবাব দিতে হবে। অধিকাংশ বিদ্বানের মতে ইক্বামতের জওয়াব দেওয়া মুস্তাহাব।[১] নবী করীম (ﷺ) সাধারণভাবে বলেন, মুয়াযযিন যা বলেন তোমরাও তাই বল।[২] উক্ত হাদীস থেকে ইক্বামতের উত্তর দেওয়ার কথা প্রমাণিত হয়।[৩] তাছাড়া হাদীসে ইকামতকে দ্বিতীয় আযান বলা হয়, তাই ইকামতও এক প্রকার আযান।[৪] সুতরাং এর...
সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শাইখ বিন বায (রহঃ) বলেন, মাহরুম (বঞ্চিত) ব্যক্তি ব্যতীত কেউ আযানের উত্তর দেওয়া থেকে বিরত থাকে না ,আযানের অনুসরণে (উত্তর প্রদানে) বড় চারটি ফজিলত রয়েছে:
1️. গুণাহ মাফ
2️. জান্নাতে প্রবেশ
3️. তাঁর(নবী)ছাঃ এর সুপারিশের সৌভাগ্য
4️. আযানের উত্তরের পরে দুআ কবুল।
ইবনু...
উত্তর: একাধিক সহীহ হাদীসে ফজরের আজানে “তাসবীব” আস স্বলাতু খইরুম মিনান নাউম বলার কথা বর্ণিত হয়েছে। আবার কিছু কিছু হাদিসে সাধারণভাবে “তাসবীব” আস স্বলাতু খইরুম মিনান নাউম প্রথম আযানে বলার বিষয়ে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে
প্রথম আযান দ্বারা কি উদ্দেশ্য এটা কি ফজরের পূর্বের আজান অর্থাৎ সেহরির...
উত্তর : যাবে। আযান দেয়ার জন্য ওযূ শর্ত নয়। সালাতের সময় ওযূ থাকা ওয়াজিব (সূরা আল-মায়েদাহ : ৬)।
আযান মূলত একটি যিকির। তাই যিকির করার জন্য ওযূ শর্ত নয়। তবে ওযূ অবস্থায় যিকির করা ভাল (আবূ দাঊদ, হা/১৭)।
উল্লেখ্য যে, ওযূকারী ছাড়া আযান দিবে না মর্মে যে হাদীস সমাজে প্রসিদ্ধ সে হাদীস যঈফ (তিরমিযী...
আযান :
আযান অর্থ আহবান করা, ঘোষণা করা। পাঁচ ওয়াক্ত সালাতের জন্য নির্দিষ্ট সময়ে শরী‘আত সম্মত উপায়ে উচ্চৈঃস্বরে সালাতের ঘোষণা প্রদানকে আযান বলা হয়। মুওয়াযযিনের বহু ফযীলত রয়েছে। যেমন মুওয়াযযিনের আযানের আওয়ায যত দূর যাবে তত দূর পর্যন্ত সকল মানুষ, জিন এবং সমুদয় বস্ত্ত তার জন্য ক্বিয়ামতের দিন সাক্ষ্য...