ইতিকাফের রুকন হচ্ছে মসজিদে নির্দিষ্ট সময় অবস্থান করা। মসজিদে অবস্থান না করলে ইতিকাফ সংঘটিত হবে না। বিদ্বানগণের নিকটে ইতিকাফের সর্বনিম্ন পরিমাণ সময়ের ব্যাপারে মতভেদ রয়েছে। বিশুদ্ধ মতানুযায়ী ইতিকাফের সর্বনিম্ন কোনো সময় নেই। তাই একটা সময়ে ইতিকাফ করলেই বিশুদ্ধ বলে প্রমাণিত হবে, যদিও সময়টা স্বল্প...