আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ কিয়ামাতের দিন ঘোষণা দিবেন, "আমার প্রতিবেশীরা কোথায়? আমার প্রতিবেশীরা কোথায়?" তিনি বলেন, ফেরেশতারা বলবে, হে আমাদের প্রতিপালক! আপনার প্রতিবেশী কারা? অত:পর আল্লাহ বলবেন, মাসজিদ আবাদকারীরা কোথায়?
[হারিস...