সাহাবী আনাস ইবনে মালিক (রাদিআল্লাহু আনহু) মৃত্যু শয্যায় ওসীয়াত করে গিয়েছিলেন যে, (ইমাম) মুহাম্মাদ ইবন সীরীন (রাহিমাহুল্লাহ) যেন তাঁকে গোসল দেন, কাফন পরান এবং জানাযার নামায পড়ান। আনাস (রা:) মারা গেলেন। ঘটনাক্রমে ইবন সীরীন তখন জেলখানায় বন্দী। লোকেরা শহরের শাসকের নিকট ছুটে গেল এবং তাঁকে সাহাবী...