প্রখ্যাত তাবিয়ী ইমাম তাউস ইবন কায়সান (রাহিমাহুল্লাহ) তাঁর ছেলেকে বলতেন,
‘বেটা! তুমি জ্ঞানীদের সাহচর্যে থাকবে এবং তাদের সাথে নিজেকে সম্পৃক্ত করবে- যদিও তুমি তাদের কেউ নও। আর মূর্খদের সাহচর্যে থাকবে না। কারণ, তুমি তাদের সাহচর্যে থাকলে তাদের প্রতি তোমাকে সম্পৃক্ত করা হবে-যদিও তুমি তাদের কেউ নও।...