ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে ঈমানের পরেই নামাযের স্থান । আর নামায আল্লাহর স্মরণেই আদায় করতে হয় । সূরা ত্বা-হার ১৪ নং আয়াতে আল্লাহ তা’আলা বলেন, “আমার স্মরণেই নামায কায়েম কর।” কিন্তু নামাযে দাঁড়ালে মন এদিক সেদিক চলে যায় এবং নানা বিষয় মনে পড়তে থাকে। এটা নামাযীদের একটি স্থায়ী সমস্যা।...