এক বর্ণনায় এসেছে- একবার খলীফা হারুনুর রশীদ চারজন ডাক্তারকে একত্রিত করলেন। তাদের একজন ভারতীয়, একজন রোমান, একজন ইরাকি আর একজন সাওয়াদি। তিনি তাদেরকে বললেন, 'আপনারা প্রত্যেকে এমন একটি ওষুধের কথা বলুন, যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।' ভারতীয় ডাক্তার বললেন, 'আমার কাছে মনে হয় তা হলো-আমলকি, হরতকি আর...