অত্র গ্রন্থে সাংগঠনিক দলাদলির পক্ষে যাবতীয় দলীল-প্রমাণ, যুক্তি, সংশয় খণ্ডন এবং বিভিন্ন কারণ চিহ্নিত করা পূর্বক দলীল ও যুক্তিনির্ভর খন্ডন করা হয়েছে। অতঃপর ঐক্যের তিন প্রকার অব্যার্থ সূত্রাবলী উল্লেখ করা হয়েছে,যা অনুসরণ করলে বিশ্বের মুসলিম এবং ভারতবর্ষের আহলে হাদীস জনগণ ঐক্যবদ্ধ ও ঐক্যমনা হতে...