সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং তাঁরই প্রেরিত রাসূল (সা)-এর মাধ্যমে হিদায়াতের সরল ও সঠিক পন্থায পৌছিয়েছেন দু’টি জিনিসের মাধ্যমে। একটি কুরআন, অপরটি সুন্নাহ। এ দু’টির মাধ্যমে মানব সমাজ চিরন্তন সত্য সঠিক কর্মপন্থা নিরুপণের সন্ধান ও পরকালের...