পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে আমাদের পাড়ি দিতে হয় কণ্টকাকীর্ণ পথ। ছেড়ে আসতে হয় সকল পিছুটান। ইসলামের সুমহান আদর্শে নিজেকে সাজাতে গেলে অনেক প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় সুহৃদ আমাদের থেকে দূরে চলে যায়। চারপাশটা আমাদের জন্য হয়ে যায় একটা বৈরী পরিবেশ। তবুও অনন্ত সুখের আশায়, মহান রবের সন্তুষ্টি...