সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ঈদের সালাত

  1. Md Atiar Rahaman Halder

    সালাত ঈদের সালাতে ছহীহ হাদীছের আলোকে তাকবীর কয়টি?

    ছহীহ হাদীছের আলোকে ১২ তাকবীরের প্রমাণ সমূহ (۱) عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنْ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ في الْعَيْدَيْنِ الْأَضْحَى وَالْفِطْرِ ثَنْتَيْ عَشَرَةَ تَكْبِيرَةً فِي الْأَوْلَى سَبْعًا وَفِي الْأَخِيْرَةِ حَمْسًا سِوَى...
  2. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামাযের পদ্ধতি

    ঈদের নামাযের পদ্ধতি অন্যান্য (ফজরের) নামাযের মতই। অবশ্য এ নামাযে অতিরিক্ত কিছু তকবীর রয়েছে। সুতরাং নামাযী কানের উপরি ভাগ পর্যন্ত দুই হাত তুলে তাহরীমার তাকবীর দিয়ে বুকের উপরে রাখবে। অতঃপর ইস্তিফতাহর দুআ পাঠ করে পরপর ৬বার তকবীর বলবে। ইস্তিফতাহর দুআ তকবীরগুলোর পরে এবং সূরা ফাতিহা পড়ার আগে পড়লেও...
  3. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামাযের আগে ও পরে নামায

    ঈদের নামাযের আগে-পরে কোন নামায নেই। ইবনে আববাস (রাঃ) বলেন, ‘নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল ফিতরের দিন ঈদগাহে বের হয়ে দুই রাকআত নামায পড়লেন। আর এর আগে বা পরে কোন নামায পড়লেন না।’[1] অনুরূপ বর্ণনা করেছেন ইবনে উমার, ইবনে আম্র এবং জাবের (রাঃ)।[2] কিন্তু ঈদের নামায কোন কারণবশতঃ মসজিদে হলে...
  4. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামায পুরো অথবা কিছু অংশ ছুটে গেলে

    ইমামের তকবীর পড়তে শুরু করার পর কেউ জামাআতে শামিল হলে, সে প্রথমে তাহরীমার তকবীর দিবে। অতঃপর বাকী তকবীরে ইমামের অনুসরণ করবে এবং ছুটে যাওয়া আগের তকবীরগুলো মাফ হয়ে যাবে।[1] ইমামকে রুকূ অবস্থায় পেলে তাহরীমার তকবীর দিয়ে (সময় আছে বুঝলে রুকূর তকবীর দিয়ে) রুকূতে যাবে। যেহেতু তকবীরগুলো শেষ হওয়ার পর সে...
  5. abdulazizulhakimgrameen

    বাংলা বই ঈদের সালাত ঈদগাহে পড়তে হবে কেন? - PDF শাইখ নাসিরউদ্দিন আলবানী (রাহি.)

    ঈদের সালাত ঈদগাহে কেন আদায় করতে হবে তা নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।
Total Threads
13,349Threads
Total Messages
17,209Comments
Total Members
3,678Members
Latest Messages
Md. Nur HabibLatest member
Top