- Translator
- শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
- Publisher
- তাওহীদ পাবলিকেশন্স
এই পুস্তিকা তাওহীদ অধ্যায়ে উপকারী সংক্ষিপ্ত রচনা, সারসংক্ষেপ মাসায়েল এবং তৃপ্তিকর পাঠগুচ্ছ, যে তাওহীদ ছাড়া আল্লাহ কোন আমল কবুল করবেন না এবং তা প্রতিষ্ঠা ব্যতীত কোন বান্দার প্রতি সন্তুষ্ট হবেন না।
আমি এই সংক্ষিপ্ত পুস্তিকায় এমন কিছু রীতি-নীতি ও প্রকার-প্রকরণ পরিবেশন করেছি, যা পাঠকের জন্য বহু বিক্ষিপ্ত বিষয়কে একত্রিত করবে, উধাও হতে চাওয়া জিনিসকে শৃঙ্খলিত করবে এবং তার মস্তিষ্কে ইল্মকে সুবিন্যস্ত করবে।
যেহেতু দু'টি বিষয় ছাড়া বস্তুকে জানা যায় না,
১। তার প্রকৃতত্ব বা স্বরূপ
২। তার বিপরীত বিষয়
সেহেতু আমি তাওহীদের প্রকৃতত্বের উপর আলোকপাত করেছি, তার মৌলনীতি ও প্রকারসমূহ বর্ণনা করেছি। অতঃপর দ্বিতীয় পর্যায়ে তাওহীদের বিপরীত বিষয়কে উল্লেখ করেছি, আর তা হল 'শির্ক'। তার সংজ্ঞা বলেছি, তার নানা ধরন, প্রকার ও বিধান বর্ণনা করেছি।
আমি এই সংক্ষিপ্ত পুস্তিকায় এমন কিছু রীতি-নীতি ও প্রকার-প্রকরণ পরিবেশন করেছি, যা পাঠকের জন্য বহু বিক্ষিপ্ত বিষয়কে একত্রিত করবে, উধাও হতে চাওয়া জিনিসকে শৃঙ্খলিত করবে এবং তার মস্তিষ্কে ইল্মকে সুবিন্যস্ত করবে।
যেহেতু দু'টি বিষয় ছাড়া বস্তুকে জানা যায় না,
১। তার প্রকৃতত্ব বা স্বরূপ
২। তার বিপরীত বিষয়
সেহেতু আমি তাওহীদের প্রকৃতত্বের উপর আলোকপাত করেছি, তার মৌলনীতি ও প্রকারসমূহ বর্ণনা করেছি। অতঃপর দ্বিতীয় পর্যায়ে তাওহীদের বিপরীত বিষয়কে উল্লেখ করেছি, আর তা হল 'শির্ক'। তার সংজ্ঞা বলেছি, তার নানা ধরন, প্রকার ও বিধান বর্ণনা করেছি।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।