সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
মুসলিমের জীবনে নামাযের গুরুত্ব - PDF

বাংলা বই মুসলিমের জীবনে নামাযের গুরুত্ব - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

মুসলিমের জীবনে নামাযের গুরুত্ব - PDF
মুসলিমের জীবনে নামাযের বিশাল গুরুত্ব আছে, তাই ইসলামী আহবায়কদেরকেও দেখা যায়, তাঁরা মুসলিমের জীবন ও সমাজে নামায প্রতিষ্ঠা করার ব্যাপারকে খুব গুরুত্ব দিচ্ছেন।

এক পর্যায়ে এ গুরুত্ব দেওয়া যথার্থ ও যথাযোগ্য। কিন্তু তার আগে তার আক্বীদা ও ঈমানের ব্যাপারটা গুরুত্ব পাওয়ার যোগ্য বেশি। কারণ আক্কীদা শুদ্ধ না হলে নামাযই শুদ্ধ হবে না। ঈমান শুদ্ধ না হলে নামায মহান আল্লাহর কাছে গুরুত্ব পাবে না। বলা বাহুল্য, নামাযের চারাগাছ রোপন করার আগে জীবন ও মনের জমি থেকে শির্কআক্বীদা ও বিশ্বাসের আগাছা তুলে ফেলতে হবে। নচেৎ বুঝতেই পারছেন, ফল পাওয়া তো দূরের কথা, বীজও বরবাদে যাবে।

সুতরাং কাউকে নামাযী বানাবার আগে তার ঈমান ঠিক করুন।
  • Like
Reactions: Sulaiman Al Athari
Top