- Author
- শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
- Publisher
- ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
'সাফল্য' কথাটি আমরা অহরহ শুনে থাকি। যাঁরা সচেতন, তাঁরা অবশ্যই সাফল্য চান। কিন্তু তার অনেক নিয়ম-নীতি হয়তো অনেকের অজানা। অনেক মানুষই আছে, যাদের দুনিয়ার সাফল্য হয়তো নাগালের বাইরে। কিন্তু মহাসাফল্যের ব্যাপারেও বড় উদাসীন। দুনিয়াদারী দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার ক’রে মনমারা হয়, পিছপা হয়। নিজেদের জীবনকে তারা তুচ্ছ মনে করে। তাদের হয়তো পার্থিব সাফল্য অর্জনের কোন উপায়-অসীলা নেই। কিন্তু পরকালের মহাসাফল্য লাভের উপায় অবশ্যই প্রত্যেকের আছে। তবে তার প্রয়োগ-বিধি হয়তো অনেকের অজানা।
পাঠকের হাতে এই বক্ষমাণ পুস্তিকাটিতে আমরা খোজার চেষ্টা করব, কে সে ‘সফল মানব’? যে সত্যই সফল, প্রকৃতপক্ষে সফল। দুনিয়ার সকল বিষয়ে বিফল হয়েও সত্যিকারার্থে সফল। আর প্রকৃত বিফল, ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা ?
হতাশার অন্ধকারে যারা নিমজ্জিত, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মানসে এবং যাদের প্রকৃত সাফল্য অর্জনের অসীলা ও মাধ্যম আছে, তাদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমার স্বল্প এই প্রয়াস। যদি কারো কাজে লাগে, যদি কেউ এর দ্বারা উপকৃত হয়ে ‘সফল মানব' হয়ে ধন্য হয়, তাহলে জানব, আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমিও সফল।
পাঠকের হাতে এই বক্ষমাণ পুস্তিকাটিতে আমরা খোজার চেষ্টা করব, কে সে ‘সফল মানব’? যে সত্যই সফল, প্রকৃতপক্ষে সফল। দুনিয়ার সকল বিষয়ে বিফল হয়েও সত্যিকারার্থে সফল। আর প্রকৃত বিফল, ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা ?
হতাশার অন্ধকারে যারা নিমজ্জিত, তাদেরকে সান্ত্বনা দেওয়ার মানসে এবং যাদের প্রকৃত সাফল্য অর্জনের অসীলা ও মাধ্যম আছে, তাদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমার স্বল্প এই প্রয়াস। যদি কারো কাজে লাগে, যদি কেউ এর দ্বারা উপকৃত হয়ে ‘সফল মানব' হয়ে ধন্য হয়, তাহলে জানব, আমার এই ক্ষুদ্র প্রয়াসে আমিও সফল।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।