- Author
- আব্দুস সাত্তার কালাবাগী
- Editor
- ইয়াকুব আলী
হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরয করল, হে আল্লাহর রাসুল! আমার জিহাদে যাওয়ার খুব ইচ্ছা, অথচ আমার সেই সামর্থ্য নেই।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে। জিজ্ঞেস করলেন, “তােমার মাতা-পিতা কেউ বেঁচে আছে কি?
লােকটি বললাে, আমার মা বেঁচে আছেন। তিনি বললেন, তােমার মায়ের সেবায় নিয়ােজিত থেকে আল্লাহর সাক্ষাৎ লাভ করাে। এটা যদি তুমি করতে পারাে, তাহলে তুমি হজ ও উমরা এবং আল্লাহর পথে জিহাদকারী হিসাবে পরিগণিত হবে।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে। জিজ্ঞেস করলেন, “তােমার মাতা-পিতা কেউ বেঁচে আছে কি?
লােকটি বললাে, আমার মা বেঁচে আছেন। তিনি বললেন, তােমার মায়ের সেবায় নিয়ােজিত থেকে আল্লাহর সাক্ষাৎ লাভ করাে। এটা যদি তুমি করতে পারাে, তাহলে তুমি হজ ও উমরা এবং আল্লাহর পথে জিহাদকারী হিসাবে পরিগণিত হবে।