- Translator
- শায়েখ মুখলেছুর রহমান মানসুর মাদানি
- Publisher
- আত-তাওহীদ প্রকাশনী
বিশুদ্ধ আক্বীদাহ্ মুসলিম জীবনের মূল ভিত্তি। তবে দূঃখজনক হলেও সত্য আমাদের ভারতীয় উপমহাদেশের অধিকাংশ লোক আক্বীদাহ্ বিষয়ে তেমন জ্ঞান রাখেন না। ফলে গণক, জ্যোতিষী ও পীর-মাজার পন্থীরা অতি সহজে তাদেরকে ঈমান হারা করছে। এ পরিস্থিতিতে তাওহীদ পন্থিদের বসে থাকার কোনো সুযোগ নেই। কারণ তারা বসে থাকলে অধিকাংশ মানুষ শির্ক, বিদআত ও ইসলাম বিরোধী আক্বীদায় নিমজ্জিত হবে। তাই মানুষকে তাগুতের পূজা থেকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান এবং তাওহীদ সম্পর্কে সচেতন করা ব্যতীত কোনো উপায় নেই ।
বলার অপেক্ষা রাখে না যে, প্রশ্নোত্তর ইসলামী জ্ঞানার্জনের অন্যতম উপায়। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আক্বীদাহ্ বিষয়ে ছোট্ট ১টি পুস্তিকা হাতে আসায় তা বাংলাভাষীদের জন্য উপকারী দেখে অনুবাদ ও সংকলনে হাত দেই। আল্লাহর অশেষ মেহেরবানিতে পাঠকের হাতে পুস্তিকাটি তুলে দিতে পেরে তাঁরই সংখ্যাতিত শুকরিয়া আদায় করছি। ফা-লিল্লাহিল হামদু অল্ মিন্নাহ্।
বলার অপেক্ষা রাখে না যে, প্রশ্নোত্তর ইসলামী জ্ঞানার্জনের অন্যতম উপায়। তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আক্বীদাহ্ বিষয়ে ছোট্ট ১টি পুস্তিকা হাতে আসায় তা বাংলাভাষীদের জন্য উপকারী দেখে অনুবাদ ও সংকলনে হাত দেই। আল্লাহর অশেষ মেহেরবানিতে পাঠকের হাতে পুস্তিকাটি তুলে দিতে পেরে তাঁরই সংখ্যাতিত শুকরিয়া আদায় করছি। ফা-লিল্লাহিল হামদু অল্ মিন্নাহ্।