আমাদের প্লাটফর্মে যেসকল বই আমাদের এডমিনদের মাধম্যে আপলোড করা হয়েছে সেগুলো অনুমোদিত। আর মেম্বারগণ যেসকল বই আপলোড করেছেন সেসকল বইয়ের ক্ষেত্রে তিনি অনুমতি নিয়েছেন কিনা আমাদের জানা নেই।
যেহেতু আমাদের এটা উন্মুক্ত প্লাটফর্ম এবং যেকেউ কনটেন্ট পোস্ট ও আপলোড করতে পারে সেহেতু যারা আপলোড করেছেন তাদের সাথে কথা বললে হয়তো জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই ফোরাম থেকে ডাউনলোডকৃত কোনো পিডিএফ যদি কপিরাইটের আওয়াধীন হয়। তাহলে এর দায়ভার আপলোডকারীর একান্ত নিজের।
আমরা সকল কপিরাইট নীতিকে সম্মান ও শ্রদ্ধা করি। কোনো লেখক/প্রকাশনী যদি আমাদের এই ইমেইলে [email protected] রিপোর্ট করেন, তাহলে আমরা পিডিএফ/কন্টেন্ট আমাদের ফোরাম থেকে সরিয়ে নেই।
এডমিনদের আপলোডকৃত বইগুলো নিশ্চিন্তে ডাউনলোড করে পড়ুন আর মেম্বারদের আপলোডকৃত বইগুলো এভোয়েড করুন।
জাযাকাল্লাহু খাইরান।