- Author
- ইব্রাহীম আল ইয়াহইয়া
- Translator
- ওলীউর রহমান বিন আব্দুল্লাহ বিন ফজল
- Publisher
- IslamHouse
- Language
- বাংলা
- Number Pages
- 5
ইসলামেঃ আপনাকে এ মর্মে বিশ্বাস করতে হবে যে, এ মহা বিশ্বের মাঝে যা কিছু আছে তার একজন স্রষ্টা আছেন। তিনিই আল্লাহ, তিনি একক, তাঁর কোন অংশিদার নেই। তিনি আকাশ সমূহের উপরে আছেন। তিনি সকল সৃষ্টি সম্পর্কে অবগত। তিনি এগুলোকে দেখছেন ও এদের কথা শুনছেন আর তিনিই ইবাদত উপাসনা পাবার একমাত্র হকদার। তিনি ছাড়া সকল কিছুর উপাসনা বর্জনীয়। আপনি আরো বিশ্বাস করবেন যে, আল্লাহ নিরর্থক মানুষকে সৃষ্টি করেননি, বরং তাদেরকে তাঁর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তাদেরকে কিয়ামত দিবসে (হিসাবের দিন) পূর্নজীবিত করবেন এবং দুনিয়ায় তাদের কৃত কর্মের হিসাব নেবেন।