যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে - PDF

বাংলা বই যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে - PDF শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ

আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের ওপর কিছু জিনিস ফরয করেছেন, যা পরিত্যাগ করা জায়েয নয়, কিছু সীমা বেঁধে দিয়েছেন, যা অতিক্রম করা বৈধ নয় এবং কিছু জিনিস হারাম করেছেন, যার ধারে কাছে যাওয়াও ঠিক নয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ فَهُوَ حَلَالٌ، وَمَا حَرَّمَ فَهُوَ حَرَامٌ، وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ عَافِيَةٌ، فَاقْبَلُوا مِنَ اللَّهِ الْعَافِيَةَ، فَإِنَّ اللَّهَ لَمْ يَكُنْ نَسِيًّا» ثُمَّ ثَلَا هَذِهِ الْآيَةَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيا) (مريم) [٦٤​

"আল্লাহ তা'আলা তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, যা হারাম করেছেন তা হারাম, আর যে বিষয়ে তিনি নীরব থেকেছেন তা ক্ষমা। সুতরাং তোমরা আল্লাহ প্রদত্ত ক্ষমাকে গ্রহণ কর। কেননা আল্লাহ তা'আলা বিস্মৃত হন না। তারপর তিনি এ আয়াত পাঠ করেন, 'তোমার রব বিস্মৃত হন না"। [সূরা মারইয়াম, আয়াত: ৬]' আর এ হারামসমূহই আল্লাহ তা'আলার সীমারেখা।

আল্লাহ বলেন,

تلك حدود الله فلا تَقْرَبُوهَا [البقرة: ١٨٧]​

"এসব আল্লাহর সীমারেখা। সুতরাং তোমরা এগুলোর নিকটেও যেয়ো না"। [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৭] আল্লাহর নির্ধারিত সীমালঙ্ঘনকারী ও হারাম অবলম্বনকারীদেরকে আল্লাহ তা'আলা ভীতিপ্রদর্শন করেছেন।

তিনি বলেছেন,

وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ، وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَيْدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُّهِينٌ ) [النساء: ١٤]​
  • যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে.jpg
    যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে থাকে.jpg
    38.2 KB · Views: 8
Author
Abu AbdullahVerified member
Downloads
3
Views
35
First release
Last update

Ratings

0.00 star(s) 0 ratings
Back
Top