সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য। সালাত ও সালাম নাযিল হোক খাতামুন নাবিয়্যিন, রাহমাতাল্লিল আ'লামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর। জ্ঞান অর্জনের পদ্ধতি ইসলাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছে,যদিও অধিকাংশ মুসলিম এই ব্যাপারে গাফেল।ইসলামের প্রথম নির্দেশনাই হল পড়।সুতরাং প্রত্যেক মুসলিমকে পড়তে হবে,জ্ঞান অর্জন করতে হবে এটা আবশ্যক।জ্ঞান অর্জনের প্রতি মানুষকে উৎসাহিত করা আলেমদের দায়িত্ব। এই যান্ত্রিক যুগে মানুষ বই পড়ে কম,তাই বই পড়ার দিকে মানুষকে আহ্বান করতে হবে।মহান আল্লাহ এই বইটির সাথে যারা জড়িত তাঁদের সকলেক উত্তম প্রতিদান দান করুন। আমিন