- Translator
- নূরুল ইসলাম
- Publisher
- শ্যামলবাংলা একাডেমী, রাজশাহী
তারাবীহ ও ই'তিকাফ আল্লাহর নৈকট্য হাছিলের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ (ﷺ) রামাযান মাসে তারাবীহ ছালাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করেছেন, এর ফযীলত বর্ণনা করেছেন এবং নিজে ২৩, ২৫ ও ২৭ শে রামাযান মোট তিন দিন জামা'আতে তারাবীহর ছালাত আদায় করেছেন। উম্মাতে মুহাম্মাদীর উপর ফরয হয়ে যাওয়ার আশংকায় তিনি রামাযানের বাকী দিনগুলোতে জামা'আতে তারাবীহর ছালাত আদায় করেননি। তাঁর মৃত্যুর পর এই আশংকা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে। সুতরাং জামা'আতে ছালাত আদায় করা বিদ'আত হওয়ার প্রশ্নই আসে না। বরং এটি তাঁর সুন্নাত।