‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই তাওহীদ-কৌমুদী - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

শির্কের অন্ধকারে তাওহীদের আলো পড়লে সমাজের সংস্কার আশাব্যঞ্জক। চারিদিকে জাতি-বিজাতির শির্কী কর্মকান্ডে জড়িত মানুষদের জড়াজড়ি যৌথ পরিবেশের আলোক-লতা তাওহীদের 'শাজারাহ ত্বায়্যিবাহ'কে জর্জরিত ক'রে ফেলেছে। যে নাস্তিক, সেও এক শ্রেণীর মুশরিক। সেও অর্থপূজা করে অথবা পূজা করে কোন রাজনীতিক মহাশক্তির। তাগূতের পূজা বা গায়রুল্লাহর ইবাদতে রমরমা পরিবেশ। চারিদিকে তারই অমাবস্যা। তাওহীদের চন্দ্রিমা কোথাও পূর্ণিমার আকারে দৃষ্ট হলে সেখানেও দুশমনরা পূর্ণগ্রাস গ্রহণ আনয়নের চেষ্টা করে। কেউ গালাগালি করে, কেউ হত্যার ফতোয়া দেয়, কেউ হিংসার বিষোদগিরণ করে। তবুও তাওহীদের মশাল যেমন মক্কা-মদীনায় জ্বলে সারা বিশ্বকে আলোকোজ্জ্বল করেছিল, তেমনি সেই মশালধারীরা আজও নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সে মশালকে কেউ নিজ মুখের ফুঁ দ্বারা নির্বাপিত করতে চাইলেও তা নির্বাপিত হওয়ার নয়।
Reactions: safiulislam