- Author
- শায়খ সালেহ আল-উসয়মী
- Translator
- নাসরুল্লাহ তাওহীদ
- Editor
- আদ-দাওয়াহ আস-সালাফিয়্যাহ
- Publisher
- আদ-দাওয়াহ আস-সালাফিয়্যাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেনঃ "জেনে রেখ, আল্লাহর স্মরণেই কেবল অন্তর প্রশান্ত হয়"। -(সূরা রা'দ, ২৮)
বর্তমানে মানসিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মোড়ে মোড়ে মানসিক হাসপাতালগুলো দেখলে এটা সহজেই বোঝা যায়। উপচে পড়া ভিড় দেখলে তো রীতিমত ভ্যাবাচ্যাকা খেতে হয়। সমাজের প্রায় প্রতিটি স্তরে এটা ধ্বংসাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। ধনী গরীব নির্বিশেষে সবাইকেই আক্রান্ত করছে।
এই সমস্যা সমাধানে দেশ-বিদেশের সুশীল বুদ্ধিজীবী সমাজ বিভিন্ন উপায় উপকরণ বাতলে দিচ্ছেন। কিন্তু, শেষে দেখা যায় ঐসব সুশীলরাই অনেকে মানসিক বিকারগ্রস্ত নতুবা এই কষ্টে আত্মহত্যা করছে। তাহলে সমাধান কিসে?
আরো মজাদার ব্যাপার হলো, এই জটিলতম সমস্যার সমাধানের বাতলে দেয়া পদ্ধতির মধ্যে গান, ড্যান্স, মোটিভেশনাল স্পিচ, আড্ডা আরো কত কী?
অথচ কত শত মিউজিশিয়ান, ড্যান্সার, নায়ক-নায়িকা যে আত্মহত্যা করল তার হিসাব করাই তো মুশকিল। মোটিভেশন জগতে সবচেয়ে পপুলার ও বেস্ট সেলার ডেল কার্নেগি নিজেই আত্মহত্যা করেছেন। যাইহোক, ঐ লিস্ট জেনে আমাদের খুব একটা কাজ নেই।
বর্তমানে মানসিক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মোড়ে মোড়ে মানসিক হাসপাতালগুলো দেখলে এটা সহজেই বোঝা যায়। উপচে পড়া ভিড় দেখলে তো রীতিমত ভ্যাবাচ্যাকা খেতে হয়। সমাজের প্রায় প্রতিটি স্তরে এটা ধ্বংসাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। ধনী গরীব নির্বিশেষে সবাইকেই আক্রান্ত করছে।
এই সমস্যা সমাধানে দেশ-বিদেশের সুশীল বুদ্ধিজীবী সমাজ বিভিন্ন উপায় উপকরণ বাতলে দিচ্ছেন। কিন্তু, শেষে দেখা যায় ঐসব সুশীলরাই অনেকে মানসিক বিকারগ্রস্ত নতুবা এই কষ্টে আত্মহত্যা করছে। তাহলে সমাধান কিসে?
আরো মজাদার ব্যাপার হলো, এই জটিলতম সমস্যার সমাধানের বাতলে দেয়া পদ্ধতির মধ্যে গান, ড্যান্স, মোটিভেশনাল স্পিচ, আড্ডা আরো কত কী?
অথচ কত শত মিউজিশিয়ান, ড্যান্সার, নায়ক-নায়িকা যে আত্মহত্যা করল তার হিসাব করাই তো মুশকিল। মোটিভেশন জগতে সবচেয়ে পপুলার ও বেস্ট সেলার ডেল কার্নেগি নিজেই আত্মহত্যা করেছেন। যাইহোক, ঐ লিস্ট জেনে আমাদের খুব একটা কাজ নেই।