থার্টি ফাস্ট নাইট’ উদযাপন ইসলামে বৈধ নয়। ইসলামি স্কলারগণ একে হারাম বলে আখ্যায়িত করেন। অন্য ধর্মের সংস্কৃতি-উৎসব মুসলিমদের জন্য উদযাপন করা জায়িয নেই। নিজ ধর্ম ও অন্যের ধর্মের কালচারকে একাকার করতে বারণ করা হয়েছে হাদীসে।
নবী (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি যে জাতির সাথে তাশাব্বুহ বা সাদৃশ্য রাখে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত।”(সুনান আবু দাউদ, হা.৪০৩১)
নবী (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি যে জাতির সাথে তাশাব্বুহ বা সাদৃশ্য রাখে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত।”(সুনান আবু দাউদ, হা.৪০৩১)
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।