- Translator
- শাইখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী
- Publisher
- মাকতাবাতুস সুন্নাহ রাজশাহী
গ্রন্থকার বিসমিল্লাহির রহমানির রহীম দ্বারা কিতাবুত্ তাওহীদ লিখা শুরু করেছেন। বিস্মিল্লাহ্-এর মাধ্যমে সকল কাজ-কর্ম শুরু করা নারী -এর পবিত্র সুন্নাতের অন্তর্ভুক্ত। সুন্নাতের অনুসরণ করেই ইমাম বুখারী এবং অন্যান্য আলিমগণ বিসমিল্লাহ্ দ্বারা তাদের কিতাব লিখা শুরু করেছেন। রসূল বিভিন্ন দেশের রাজা-বাদশাহ এবং বিশিষ্ট ব্যক্তিদের নামে চিঠি লেখার সময় বিসমিল্লাহ লিখতেন।
এখানে 'তাওহীদ' দ্বারা 'তাওহীদুল ইবাদাহ' তথা এককভাবে আল্লাহর ইবাদত করাকে বুঝিয়েছেন। প্রত্যেক রসূলই এই প্রকার তাওহীদের মাধ্যমে নিজ নিজ গোত্রের লোকদের সামনে দাওয়াতের সূচনা করেছেন।
এখানে 'তাওহীদ' দ্বারা 'তাওহীদুল ইবাদাহ' তথা এককভাবে আল্লাহর ইবাদত করাকে বুঝিয়েছেন। প্রত্যেক রসূলই এই প্রকার তাওহীদের মাধ্যমে নিজ নিজ গোত্রের লোকদের সামনে দাওয়াতের সূচনা করেছেন।
أنِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهِ غَيْرَهُ
তোমরা আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া তোমাদের অন্য কোন সত্য ইলাহ নেই (সূরা মু'মিনুন 23:32)। এরূপ আয়াত সূরা আরাফ, সূরা হুদসহ অন্যান্য সূরাগুলোতেও আছে। ব্যাপক অর্থে তাওহীদ হলো প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া, একনিষ্ঠভাবে সকল ইবাদত কেবল মাত্র তার জন্য করা এবং আল্লাহর সকল নাম ও গুণাবলীকে স্বীকার করা।- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।