‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই করুনাময়ের করুনাপ্রাপ্ত আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী

করুনাময়ের করুনাপ্রাপ্ত​

লেখক : আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী​

অবতরণিকা

সারা বিশ্ব আছে ও থাকবে সুমহান স্রষ্টার ইচ্ছায়, তাঁর করুণায়, তাঁর দয়ায়। বিশিষ্টজনেরা তাঁর বিশেষ করুণাপ্রাপ্ত হয়েছেন, হচ্ছেন এবং হবেন। তাঁর করুণা ছাড়া বিশ্বে শান্তি নেই, সংসারে সুখ নেই, দাম্পত্যে ভালোবাসা নেই। কার না ইচ্ছা আছে, তাঁর করুণা-বারিতে পরিপ্লুত হবে? কার না ইচ্ছা আছে, তাঁর দয়া-বৃষ্টিতে সিঞ্চিত হবে? কার না ইচ্ছা আছে, তাঁর কৃপালাভে ধন্য হবে? কিন্তু কোন জিনিসের কেবল ইচ্ছা ও আশা করলেই হয় না, বরং তা পাওয়ার লক্ষ্যে সাধের সাথে সাধনা চাই। অর্জনের পথে প্রচেষ্টা চাই। যে কাজ করলে মহান করুণানিধির করুণাপ্রাপ্ত হওয়া যায়, সে কাজ করার প্রয়াস ও আগ্রহ চাই। হে করুণাকামী দয়ার ভিখারী মানুষ! আসুন না আমরা এই পুস্তিকায় এক নজরে দেখে নিই, কীভাবে কোন্ কাজের মাধ্যমে আমরা সেই মহান করুণাময়ের বিশেষ করুণা লাভ করতে পারি এবং সেই অনুসারে আমল ক'রে ধন্য হই তাঁর করুণাপ্রাপ্ত হয়ে। পরম দয়াময় যেন আমাদেরকে সেই তওফীক দিন। আমীন।

আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
আল-মাজমাআহ
সউদী আরব ২৪/৬/৩৯, ১২/৩/১৮