- Editor
- মুহাম্মাদ লিলবর আল-বারাদী
- Publisher
- আল-মাহমুদ প্রকাশনী
প্রত্যেক পিতা-মাতার আকাঙ্ক্ষা থাকে তাদের সন্তান হবে আদর্শবান। এজন্য মহান আল্লাহর নিকটে দো’আ করে ‘হে আল্লাহ সৎ সন্তান দান করো'(আস-সাফফাত ৩৭/১০০)। সৎ চরিত্র ও আদর্শবান করে গড়ে তোলার জন্য সন্তানকে দিতে হয় সঠিক শিক্ষার দিক নির্দেশনা। যদিও অনেক পিতা-মাতা তা ভুলে যায় এবং সন্তানকে গড়ে তুলে ধর্মহীন শিক্ষা ও তথাকথিত আধুনিকতার আলোকে। প্রতিটি সন্তান নিজস্ব ফিতরাতের উপর জন্মগ্রহণ করে এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহর দেয়া ফিৎরাতের অনুসরণ করো, যে ফিৎরাতের উপর তিনি মানুষ কে সৃস্টি করেছেন (সুরা রুম ৩০/৩০)। এ মর্মে রাসূল (ছাঃ) বলেছেন, ‘প্রত্যেক শিশুই ফিৎরাতের উপর জন্ম গ্রহণ করে। অতঃপর পিতা-মাতা তাকে ইহুদি, নাসারা বা অগ্নিপূজক রুপে গড়ে তোলে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৯০)।পিতা-মাতার চিন্তাধারার কারণে সন্তান এক পর্যায়ে ভুলে যায় তার প্রতিপালক মহান আল্লাহকে, তার দ্বীন (ধর্ম) ইসলামকে, এমনকি নিজের পিতা-মাতাকেও। পিতা-মাতা বৃদ্ধ বয়সে হয়ে পড়ে সন্তানহীন অসহায়। সমাজ বঞ্চিত হয় সথ আদর্শবান মানুষ থেকে। কারন ধর্মহীন শিক্ষার মাধ্যমে গড়ে ওঠা সন্তান ততোদিনে হয়ে গেছে নীতিহীন আদর্শচ্যুত।