বইটির বেশিরভাগ হাদিস বিশুদ্ধতম গ্রন্থ সহিহ বুখারি ও সহিহ মুসলিমে রয়েছে। আর আমরা ত সবাই জানি যে, হাদিসগ্রন্থ থেকে শুধু হাদিস পড়লেই হয় না, বরং তার সঠিক ব্যাখ্যা, উদ্দেশ্য, ব্যবহারও জানতে হয়।
মুমিনের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ ও কার্যকরী মৌলিক বিষয়ের ওপর ৪২ টি হাদীস সংকলন করেছেন লেখক সাহেব। এবং খুব সহজ সাবলিল ভাষায় তার ব্যাখাও দেওয়া আছে বইটিতে।
যে কেউ মনোযোগ দিয়ে পাঠ করলেই বুঝে আয়ত্ত করতে পারবে সবগুলো হাদিস, ইনশা আল্লাহ্ এবং হাদিস সংকলনের ক্ষেত্রে লেখক বিশুদ্ধতার অপরিহার্যতার নীতি অবলম্বন করেছেন, আলহামদুলিল্লাহ।