- Author
- আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল
- Editor
- উমার ফারুক আব্দুল্লাহ
- Publisher
- আল-আহসা ইসলামিক সেন্টার
- Language
- বাংলা
- Number Pages
- 76
আল্লাহর প্রিয় ও মাহবুব বান্দা হওয়া কী সম্ভব? আল্লাহ তাঁর কোন বান্দাকে ভালবাসেন? হ্যাঁ, সম্ভব এবং আল্লাহ তা'য়ালা তাঁর কিছু বান্দাকে ভালবাসেন। আল্লাহ তাঁর কোন বান্দাকে ভালবাসেন এর চেয়ে উত্তম ও মজার ভালবাসা আর কিছুই হতে পারে না। এ ভালবাসার উপরে আর কোন ভালবাসার স্থান নেই। কেউ আল্লাহকে ভালবাসলে বা কেউ আল্লাহকে ভালবাসার দাবী করলেই যে, আল্লাহ তাকে ভালবাসেন তা বলা অসম্ভব। অসংখ্য মানুষ আল্লাহর ভালবাসার দাবীদার। কিন্তু সত্যিকারে আল্লাহ তা'য়ালা কাকে ভালবাসেন এবং কাকে ভালবাসেন না তা একমাত্র আল্লাহই জানেন।
এ ভালবাসা খুবই কম সংখ্যক মানুষের ভাগ্যে জুটে। ইহা এমন এক ভালবাসা যার প্রতিযোগিতা করে প্রতিযোগীরা। যাঁরা নিজেকে সর্বদা ব্যস্ত করে রাখে এ মহান ভালবাসা অর্জনের জন্য। এরই সৌরভে বিচরণ করে একমাত্র আল্লাহর এবাদতকারীগণ। ইহা অন্তরের জন্য খাদ্য এবং আত্মার জন্য পুষ্টি ও চোখের জন্য প্রশান্তি। যে ব্যক্তি আল্লাহর ভালবাসা হতে বঞ্চিত তার জীবন মৃত্যু তুল্য। ইহা আলো স্বরূপ যে এ হতে বঞ্চিত হলো সে গহীন অন্ধকারে হাবুডুবু খেল। ইহা মহাঔষধ যে পেল না তার অন্তর ব্যধিগ্রস্ত। ইহা এমন মজার জিনিস যে অর্জন করতে অক্ষম তার সমস্ত জীবন দুশ্চিন্তাগ্রস্ত ও ব্যথাতুর। ইহা ঈমান ও আমল ইত্যাদির আত্মা। ইহা ব্যতীত সবকিছুই আত্মাশূন্য শরীরের মত।
এ ভালবাসা খুবই কম সংখ্যক মানুষের ভাগ্যে জুটে। ইহা এমন এক ভালবাসা যার প্রতিযোগিতা করে প্রতিযোগীরা। যাঁরা নিজেকে সর্বদা ব্যস্ত করে রাখে এ মহান ভালবাসা অর্জনের জন্য। এরই সৌরভে বিচরণ করে একমাত্র আল্লাহর এবাদতকারীগণ। ইহা অন্তরের জন্য খাদ্য এবং আত্মার জন্য পুষ্টি ও চোখের জন্য প্রশান্তি। যে ব্যক্তি আল্লাহর ভালবাসা হতে বঞ্চিত তার জীবন মৃত্যু তুল্য। ইহা আলো স্বরূপ যে এ হতে বঞ্চিত হলো সে গহীন অন্ধকারে হাবুডুবু খেল। ইহা মহাঔষধ যে পেল না তার অন্তর ব্যধিগ্রস্ত। ইহা এমন মজার জিনিস যে অর্জন করতে অক্ষম তার সমস্ত জীবন দুশ্চিন্তাগ্রস্ত ও ব্যথাতুর। ইহা ঈমান ও আমল ইত্যাদির আত্মা। ইহা ব্যতীত সবকিছুই আত্মাশূন্য শরীরের মত।