প্রচুর সংখ্যক খৃষ্টান যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তারা স্বাক্ষ্য দেন যে, ইসলাম গ্রহণ করার পরে তারা খাটি খৃষ্টানে (যীশুখৃষ্টের অনুসরণের দিক থেকে খৃষ্টানদের থেকে এগিয়ে) পরিণত হয়েছেন। কারণ, বর্তমানে খৃষ্টান বলতে শুধুমাত্র যীশুখৃষ্টের অনুসারীদেরকেই বুঝায়। কিভাবে মুসলমানগণ দাবী করতে পারে যে, তারা যীশুখৃষ্টের অনুসরণে অন্যদের থেকে বেশী অগ্রগণ্য? আসুন! আমরা এটা যুক্তি দিয়ে চিন্তা করি। আমরা যখন নতুন নিয়মে (new testament) বর্ণিত, ঈসা (আঃ) সংক্রান্ত বক্তব্য পড়াশুনা করি তখন দেখতে পাই যে, ঈসা (আঃ) সালাতের ভিতর সিজদায় যমীনের উপর কপাল স্থাপন করতেন, সালামের বাক্য দ্বারা তার সাথীদেরকে অভিবাদন জানাতেন এবং দীর্ঘকাল পর্যন্ত রোজা পালন করতেন।