‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই আদর্শ নারী - PDF আব্দুর রাযযাক বিন ইউসুফ

বর্তমান বিশ্বে মুসলিম সমাজে নারীদের যথাযথ মূল্যায়ন যেমন হচ্ছে না, তেমনি ইসলামী আদর্শে নারী জীবন গড়ে তোলার লক্ষ্যে বহু বই-পুস্তক বাজারে পাওয়া যায়। কিন্তু সেগুলির অধিকাংশই কুরআন ও ছহীহ হাদীছের পরিবর্তে জাল-যঈফ হাদীছ এবং বানাওয়াট মিথ্যা কিছছা-কাহিনীতে ভরপুর। যা পড়ে নারীরা প্রকৃত ইসলামী আদর্শ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে না। পারে না রাসূলে কারীম (ছাঃ)-এর সুন্নাত অনুযায়ী নিজ জীবন ও পরিবার গঠন করতে। তাই বর্তমান নারী সমাজকে কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক কেবল রাসূল (ছাঃ)-এর সুন্নাত অনুযায়ী জীবন গড়ার লক্ষ্যে একটি বইয়ের একান্ত প্রয়োজন ছিল। কারণ একটা পরিবারকে সুন্দর করে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য একজন আদর্শ নারীই হচ্ছে মূলভিত্তি। স্তম্ভ ছাড়া যেমন একটি ঘর শূন্যে দাড়িয়ে থাকতে পারে না, তেমনি আদর্শ নারী ছাড়া আদর্শ পরিবারের আশা করা যায় না।

এজন্য নবী করীম (ছাঃ) স্বামী-স্ত্রীকে সমানভাবে আদর্শ পরিবার গড়ে তোলার অধিকার দিয়েছেন। নবী করীম (ছাঃ) বলেন, স্বামী হচ্ছে কর্তা আর স্ত্রী হচ্ছে কর্তৃ (সিলসিলা ছহীহা)। নবী করীম (ছাঃ) বলেন, স্বামী যেমন পিরবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবে স্ত্রীও তেমনি জিজ্ঞাসিত হবে (বুখারী, মুসলিম, মিশকাত)। আর এজন্যই নবী করীম (ছাঃ) আদর্শ নারীকে বিবাহ কতে বলেছেন (বুখারী, মুসলিম)। সুতরাং ইসলামের দৃষ্টিতে একজন মহিলা কিভাবে আদর্শ নারী হিসাবে গড়ে উঠতে পারে সেজন্য ‘আদর্শ নারী' নামে বইটি প্রকাশ করলাম। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও বইটি প্রকাশে অনেক বিলম্ব হ'ল, সেজন্য আমরা দুঃখিত। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ'-এর বার্ষিক তাবলীগী ইজতেমা ২০০৭ উপলক্ষ্যে বইটি প্রকাশিত হ'ল- ফালিল্লাহিল হামদ।
Purchase Link
Click Here to BUY NOW!

বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।

  • আদর্শ নারী.webp
    7.3 KB · Views: 71

Latest reviews

বইটির হার্ড কপি পড়া আছে, PDF পেয়ে ভালো লাগলো।