ইসলামী বিধান পালনের মধ্য দিয়ে নেকী পেতে হলে সঠিকভাবে তা পালন করা আবশ্যক। কুরআনও সহীহ হাদীসের আলোকে ইবাদত করা আমাদের সকলের কর্তব্য। আমাদের সমাজে অধিকাংশ কর্মে ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। আমার এই কথায় অনেকের মন ভারি হতে পারে!! কারণ তারা মনে করে আমরা এতদিন এভাবে কর্ম করে আসছি সেটি হঠাৎ করে ভুল হবে কেন? শরীয়তের ইলম না থাকাই এই প্রশ্নের কারণ। যার ফলে তাদের কাছে প্রচলিত কর্ম সঠিক বলে মনে হয়। সেই জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। “আক্বীকাহ” ইসলামের একটি বিধান। এ বিধান সম্পর্কে অনেক রকম কথা শুনতে পাওয়া যায়, অনেকে প্রশ্ন করে, তাদের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এ বিষয়ে কিছু লেখার প্রয়োজন বোধ করলাম। হে আল্লাহ তুমি তাওফীক্ব দাতা, তোমার উপর ভরসা রেখে কাজ আরম্ভ করলাম, তুমি আমাদেরকে উপকারী জ্ঞান দান কর।