‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

হাদিস ও হাদিসের ব্যাখ্যা ‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কুরআনের কিছুই পাঠ করবে না’। হাদীছটি কি ছহীহ?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
782
Comments
920
Reactions
8,677
Credits
4,102
উত্তর : হাদীছটি যঈফ। আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি মুনকার (যঈফ তিরমিযী হা/১৩১; যঈফ ইবনু মাজাহ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬০)। শু‘আইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) বলেন, ইসমাঈল বিন আয়াশ নামক দুর্বল রাবী থাকার কারণে হাদীছটি যঈফ (তাখরীজুল আওয়াছীম ওয়াল ক্বাওয়াছীম, ৪/৩২; তাখরীজু সিয়ারী আ'লামিন নুবালা, ৬/১১৮; তাখরীজু শারহিস সুন্নাহ, ২/৪২ পৃ.)। ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম, আবূ হাতীম আর-রাযী ও ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (আল-মুহাররারু ফিল হাদীছ, পৃ. ৭৪; আল-‘ইলালুল কাবীর, পৃ. ৫৯)। ইমাম বায়হাক্বী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি শক্তিশালী নয় (আস-সুনানুল কুবরা, ১/৩০৯ পৃ.)।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছ বিশেষজ্ঞগণের নিকট হাদীছটি যঈফ (মাজমূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২১/৪৬০ ও ২৬/১৯১; আল-ফাতাওয়া আল-কুবরা, ১/৪৫৩ পৃ.)। ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সনদ দুর্বল (সিয়ারু আলামিন নুবালা, ৬/১১৮ পৃ.)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সবকটি সূত্রই দুর্বল (ফাৎহুল বারী, ১/৪৮৭ পৃ.)। সানা‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ এবং এর সবকটি সূত্রই সমালোচিত (সুবূলুস সালাম, ১/১৬৪; আল-ইদ্দাতু ‘আলাল আহকাম, ১/৪০১ পৃ.)‌। আব্দুর রহমান মুবারাকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ। এ মর্মে বর্ণিত সমস্ত হাদীছই দুর্বল (তুহফাতুল আহওয়াযী, ১/৩০১ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ১৪/৪৮১, ৫/৪৩২-৪৩৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৪/৩৩৯-৩৪৫,, ১৬/১২৭, ১০/১৪৮, ১০/২০৯ পৃ.)। শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (শারহুল বুখারী লি ইবনে উছাইমীন, ১/৪৯৫ পৃ.)।

--- মাসিক আল ইখলাস, ফেব্রুয়ারী ২০২৩
 
COMMENTS ARE BELOW

Share this page