সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

হাদিস ও হাদিসের ব্যাখ্যা ‘ঋতুবতী নারী ও জুনুবী ব্যক্তি (যার ওপর গোসল ফরয) কুরআনের কিছুই পাঠ করবে না’। হাদীছটি কি ছহীহ?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
782
Comments
920
Reactions
8,678
Credits
4,102
উত্তর : হাদীছটি যঈফ। আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি মুনকার (যঈফ তিরমিযী হা/১৩১; যঈফ ইবনু মাজাহ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬০)। শু‘আইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) বলেন, ইসমাঈল বিন আয়াশ নামক দুর্বল রাবী থাকার কারণে হাদীছটি যঈফ (তাখরীজুল আওয়াছীম ওয়াল ক্বাওয়াছীম, ৪/৩২; তাখরীজু সিয়ারী আ'লামিন নুবালা, ৬/১১৮; তাখরীজু শারহিস সুন্নাহ, ২/৪২ পৃ.)। ইমাম আহমাদ বিন হাম্বাল ইমাম, আবূ হাতীম আর-রাযী ও ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (আল-মুহাররারু ফিল হাদীছ, পৃ. ৭৪; আল-‘ইলালুল কাবীর, পৃ. ৫৯)। ইমাম বায়হাক্বী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি শক্তিশালী নয় (আস-সুনানুল কুবরা, ১/৩০৯ পৃ.)।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছ বিশেষজ্ঞগণের নিকট হাদীছটি যঈফ (মাজমূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২১/৪৬০ ও ২৬/১৯১; আল-ফাতাওয়া আল-কুবরা, ১/৪৫৩ পৃ.)। ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সনদ দুর্বল (সিয়ারু আলামিন নুবালা, ৬/১১৮ পৃ.)। হাফিয ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সবকটি সূত্রই দুর্বল (ফাৎহুল বারী, ১/৪৮৭ পৃ.)। সানা‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ এবং এর সবকটি সূত্রই সমালোচিত (সুবূলুস সালাম, ১/১৬৪; আল-ইদ্দাতু ‘আলাল আহকাম, ১/৪০১ পৃ.)‌। আব্দুর রহমান মুবারাকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ। এ মর্মে বর্ণিত সমস্ত হাদীছই দুর্বল (তুহফাতুল আহওয়াযী, ১/৩০১ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ১৪/৪৮১, ৫/৪৩২-৪৩৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ২৪/৩৩৯-৩৪৫,, ১৬/১২৭, ১০/১৪৮, ১০/২০৯ পৃ.)। শায়খ ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি যঈফ (শারহুল বুখারী লি ইবনে উছাইমীন, ১/৪৯৫ পৃ.)।

--- মাসিক আল ইখলাস, ফেব্রুয়ারী ২০২৩
 
COMMENTS ARE BELOW
Top