প্রশ্নোত্তর ৬৪.ওযুর ফরজ কয়টি ও কী কী? – [ওযুর ফরয]

Joined
Jun 29, 2025
Threads
4,854
Comments
0
Reactions
29,546
ওযুর ফরয ও সুন্নাত কয়টি ও কী কী তা আলাদা করে রাসূলুল্লাহ (স) ও তাঁর সাহাবীগণ বলেননি। তবে বিজ্ঞ ফকীহগণ নিম্নবর্ণিত কাজগুলোকে ওযুর ফরয বলেছেন,
১. মুখমণ্ডল ধৌত করা,
২. দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা,
৩. মাথা মাসেহ করা,
৪. দুই পা গিরাসহ ধৌত করা।
কোন কোন ফকীহর মতে, নিম্নবর্ণিত ২টি কাজসহ ওযুর ফরয মোট ৬টি
৫. ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ ওযূর অঙ্গ ধৌত করার সময় ক্রমধারা ভঙ্গ না করা। আরবীতে এ সিরিয়ালকে বলা হয় তারতীব ;
৬. এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই পরবর্তী অঙ্গ ধৌত করা। এটাকে আরবীতে বলা হয় মুওয়ালাহ।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Similar threads Most view View more
Back
Top