আসসালামু আলাইকুম প্রিয় পাঠক,
আপনি যেহেতু এই পোস্টটি পড়তে এসেছেন তাই আমি আপনাকে আগেই ধন্যবাদ জানাচ্ছি কেননা আপনি আমাদের ফোরামে পোস্ট করার ইচ্ছে পোষণ করছেন।
আল্লাহ আপনার নিয়তের জন্য আপনাকে উত্তম প্রতিদান দিক।
এবার আসুন পোস্ট করা সম্পর্কিত কিছু বিষয় জেনে নেওয়া যাক।
প্রথমত আপনি যে বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন সেটির ক্যাটাগরি নির্বাচন করুন।
পোস্ট করার সময় নিজেকে একজন পাঠকের জায়গায় দাঁড় করুন। ভাবুন একজন পাঠক কিভাবে আপনার পোস্টটি সহজে পড়তে পারে। কিভাবে পোস্টটি প্রেজেন্ট করলে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যাবে ও সহজে পাঠক আপনার পোস্টের মূল বিষয়টি আয়ত্ত করতে পারবে।
প্রিয় প্রিয় পাঠক, ভেবে দেখুন আপনি যদি কোথাও হিবিজিবি লিখুনী দেখেন তবে কি আপনি সেটা পড়তে চাইবেন?
অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ লিখুনী আমরা সুন্দরভাবে প্রেজেন্ট না করার কারণে এভোয়েড করে ফেলি।
তাই আসুন পোস্ট করার সময় পোস্টটিকে পাঠযোগ্য করে পোস্ট দেই। যেমন ছোট ছোট প্যারা করে দিতে পারি, আরবি ও বাংলা আয়াত ও হাদিসগুলো আলাদা করে দিতে পারি তবে বাংলা লিখার মধ্যে কোনো শব্দ থাকলে সেটাকে আলাদা লাইন দেওয়ার দরকার নেই। অযথা ফন্টের সাইজ বড় করা বা বোল্ড করার প্রয়োজন নেই।
লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন।
প্রথমত: টাইটেল যদি বড় হয় তখন কিন্তু টাইটেলে ধরবেনা। সেক্ষেত্রে পোস্টের মূলভাব টাইটেলে দিন এবং ডেসক্রিপশন বক্সে পুরো টাইটেল লিখুন তারপর বিস্তারিত লিখুন।
দ্বিতীয়ত: পোষ্ট সাবমিট করার পূর্বে পোষ্টটি পড়ে দেখুন যেখানে যেখানে প্যারা করে দেওয়ার দরকার সেখানে প্যারা করে দিন। পাঠকদের জন্য পড়ার উপযুক্ত করে দিন।
উদাহরণ সরূপ আপনি যদি এভাবে না দিয়ে
পরবর্তী যুগের মানুষ হিসাবে অবশ্যই আমাদেরকে কুরআন, হাদীছ এবং পূর্ববর্তী মুমিন বান্দাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের জন্য একথা বলা জায়েয হবে না যে, আমরা সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণ ব্যতীতই কুরআন ও হাদীছকে বুঝে অনুসরণ করব। এ যুগে সুস্পষ্ট বৈশিষ্ট্যমন্ডিত নিসবত গ্রহণ করা ব্যতীত উপায় নেই। আমাদের এটা বলা যথেষ্ট হবে না যে, আমি একজন মুসলিম অথবা ‘আমার মাযহাব ইসলাম’। কারণ রাফেযী, ইবাযী, কাদিয়ানী সকল ফেরকাই একথা বলে থাকে। কিসে তাদের থেকে তোমাকে পার্থক্য করবে? যদি তুমি বল, ‘আমি কিতাব ও সুন্নাহর অনুসারী মুসলিম’। এটাও যথেষ্ট নয়। কারণ বিভিন্ন দল ও গোষ্ঠী, আশ‘আরী, মাতুরীদী সকলেই একই দাবী করে থাকে। নিঃসন্দেহে এক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ও বৈশিষ্টমন্ডিত নামকরণ হবে এই যে, তুমি বলবে আমি কুরআন, হাদীছ এবং সালাফে ছালেহীনের বুঝের অনুসারী। যেটা সংক্ষেপে তুমি বলবে, ‘আমি একজন সালাফী’। এক্ষেত্রে তিনি একটি চমৎকার পংক্তি উল্লেখ করতেন তা হ’ল
লিখাটা এভাবে দিবেন -
পরবর্তী যুগের মানুষ হিসাবে অবশ্যই আমাদেরকে কুরআন, হাদীছ এবং পূর্ববর্তী মুমিন বান্দাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের জন্য একথা বলা জায়েয হবে না যে, আমরা সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণ ব্যতীতই কুরআন ও হাদীছকে বুঝে অনুসরণ করব। এ যুগে সুস্পষ্ট বৈশিষ্ট্যমন্ডিত নিসবত গ্রহণ করা ব্যতীত উপায় নেই। আমাদের এটা বলা যথেষ্ট হবে না যে, আমি একজন মুসলিম অথবা ‘আমার মাযহাব ইসলাম’। কারণ রাফেযী, ইবাযী, কাদিয়ানী সকল ফেরকাই একথা বলে থাকে। কিসে তাদের থেকে তোমাকে পার্থক্য করবে?
যদি তুমি বল, ‘আমি কিতাব ও সুন্নাহর অনুসারী মুসলিম’। এটাও যথেষ্ট নয়। কারণ বিভিন্ন দল ও গোষ্ঠী, আশ‘আরী, মাতুরীদী সকলেই একই দাবী করে থাকে।
নিঃসন্দেহে এক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ও বৈশিষ্টমন্ডিত নামকরণ হবে এই যে, তুমি বলবে আমি কুরআন, হাদীছ এবং সালাফে ছালেহীনের বুঝের অনুসারী। যেটা সংক্ষেপে তুমি বলবে, ‘আমি একজন সালাফী’। এক্ষেত্রে তিনি একটি চমৎকার পংক্তি উল্লেখ করতেন তা হ’ল
তৃতীয়ত: ◆ ▬▬▬▬◆◈◆ ▬▬▬▬ ◐◯◑
❂ পোষ্টে এসকল প্রকার চিহ্ন পোষ্টে এড কর করা যাবেনা। থাকলে রিমুভ করে দিবেন ইনশাআল্লাহ।
চতুর্থত: রেফারেন্সে বোল্ড ফন্ট ব্যাবহার করবনে না। মুল লেখা থেকে রেফারেন্সের ফন্ট সাইজ ছোট করে দিলে ভালো ইনশাআল্লাহ।
সুন্দর করে পোস্ট করলে আমাদের পাঠকেরা সহজেই আপনার পোস্ট পড়তে পারবে এবং হয়তো কিছুদিন পর আপনার পোস্টটি গুগল সার্চেও আপনি সহজেই পেয়ে যাবেন।
ফোরামের কনটেন্টগুলো আরও নিখুঁতভাবে খুঁজে পাওয়ার জন্য Tag সিস্টেম চালু করা হয়েছে।
একটি পোস্টে আপনি সর্বোচ্চ তিনটি Tag ব্যবহার করতে পারবেন। তাই শুধুমাত্র পোস্ট রিলেটেড ট্যাগ ব্যবহার করুন।
কোনো Tag খুঁজে না পেলে এই পোস্টে ট্যাগের নাম দিয়ে কমেন্ট করুন, আমরা আপনার ট্যাগটি সিস্টেমে যুক্ত করে দিবো ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরান।
জাযাকুমুল্লাহু খাইরান।
আপনি যেহেতু এই পোস্টটি পড়তে এসেছেন তাই আমি আপনাকে আগেই ধন্যবাদ জানাচ্ছি কেননা আপনি আমাদের ফোরামে পোস্ট করার ইচ্ছে পোষণ করছেন।
আল্লাহ আপনার নিয়তের জন্য আপনাকে উত্তম প্রতিদান দিক।
এবার আসুন পোস্ট করা সম্পর্কিত কিছু বিষয় জেনে নেওয়া যাক।
প্রথমত আপনি যে বিষয়ে পোস্ট করতে চাচ্ছেন সেটির ক্যাটাগরি নির্বাচন করুন।
পোস্ট করার সময় নিজেকে একজন পাঠকের জায়গায় দাঁড় করুন। ভাবুন একজন পাঠক কিভাবে আপনার পোস্টটি সহজে পড়তে পারে। কিভাবে পোস্টটি প্রেজেন্ট করলে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা যাবে ও সহজে পাঠক আপনার পোস্টের মূল বিষয়টি আয়ত্ত করতে পারবে।
প্রিয় প্রিয় পাঠক, ভেবে দেখুন আপনি যদি কোথাও হিবিজিবি লিখুনী দেখেন তবে কি আপনি সেটা পড়তে চাইবেন?
অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ লিখুনী আমরা সুন্দরভাবে প্রেজেন্ট না করার কারণে এভোয়েড করে ফেলি।
তাই আসুন পোস্ট করার সময় পোস্টটিকে পাঠযোগ্য করে পোস্ট দেই। যেমন ছোট ছোট প্যারা করে দিতে পারি, আরবি ও বাংলা আয়াত ও হাদিসগুলো আলাদা করে দিতে পারি তবে বাংলা লিখার মধ্যে কোনো শব্দ থাকলে সেটাকে আলাদা লাইন দেওয়ার দরকার নেই। অযথা ফন্টের সাইজ বড় করা বা বোল্ড করার প্রয়োজন নেই।
লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন।
প্রথমত: টাইটেল যদি বড় হয় তখন কিন্তু টাইটেলে ধরবেনা। সেক্ষেত্রে পোস্টের মূলভাব টাইটেলে দিন এবং ডেসক্রিপশন বক্সে পুরো টাইটেল লিখুন তারপর বিস্তারিত লিখুন।
দ্বিতীয়ত: পোষ্ট সাবমিট করার পূর্বে পোষ্টটি পড়ে দেখুন যেখানে যেখানে প্যারা করে দেওয়ার দরকার সেখানে প্যারা করে দিন। পাঠকদের জন্য পড়ার উপযুক্ত করে দিন।
উদাহরণ সরূপ আপনি যদি এভাবে না দিয়ে
পরবর্তী যুগের মানুষ হিসাবে অবশ্যই আমাদেরকে কুরআন, হাদীছ এবং পূর্ববর্তী মুমিন বান্দাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের জন্য একথা বলা জায়েয হবে না যে, আমরা সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণ ব্যতীতই কুরআন ও হাদীছকে বুঝে অনুসরণ করব। এ যুগে সুস্পষ্ট বৈশিষ্ট্যমন্ডিত নিসবত গ্রহণ করা ব্যতীত উপায় নেই। আমাদের এটা বলা যথেষ্ট হবে না যে, আমি একজন মুসলিম অথবা ‘আমার মাযহাব ইসলাম’। কারণ রাফেযী, ইবাযী, কাদিয়ানী সকল ফেরকাই একথা বলে থাকে। কিসে তাদের থেকে তোমাকে পার্থক্য করবে? যদি তুমি বল, ‘আমি কিতাব ও সুন্নাহর অনুসারী মুসলিম’। এটাও যথেষ্ট নয়। কারণ বিভিন্ন দল ও গোষ্ঠী, আশ‘আরী, মাতুরীদী সকলেই একই দাবী করে থাকে। নিঃসন্দেহে এক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ও বৈশিষ্টমন্ডিত নামকরণ হবে এই যে, তুমি বলবে আমি কুরআন, হাদীছ এবং সালাফে ছালেহীনের বুঝের অনুসারী। যেটা সংক্ষেপে তুমি বলবে, ‘আমি একজন সালাফী’। এক্ষেত্রে তিনি একটি চমৎকার পংক্তি উল্লেখ করতেন তা হ’ল
লিখাটা এভাবে দিবেন -
পরবর্তী যুগের মানুষ হিসাবে অবশ্যই আমাদেরকে কুরআন, হাদীছ এবং পূর্ববর্তী মুমিন বান্দাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমাদের জন্য একথা বলা জায়েয হবে না যে, আমরা সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণ ব্যতীতই কুরআন ও হাদীছকে বুঝে অনুসরণ করব। এ যুগে সুস্পষ্ট বৈশিষ্ট্যমন্ডিত নিসবত গ্রহণ করা ব্যতীত উপায় নেই। আমাদের এটা বলা যথেষ্ট হবে না যে, আমি একজন মুসলিম অথবা ‘আমার মাযহাব ইসলাম’। কারণ রাফেযী, ইবাযী, কাদিয়ানী সকল ফেরকাই একথা বলে থাকে। কিসে তাদের থেকে তোমাকে পার্থক্য করবে?
যদি তুমি বল, ‘আমি কিতাব ও সুন্নাহর অনুসারী মুসলিম’। এটাও যথেষ্ট নয়। কারণ বিভিন্ন দল ও গোষ্ঠী, আশ‘আরী, মাতুরীদী সকলেই একই দাবী করে থাকে।
নিঃসন্দেহে এক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ও বৈশিষ্টমন্ডিত নামকরণ হবে এই যে, তুমি বলবে আমি কুরআন, হাদীছ এবং সালাফে ছালেহীনের বুঝের অনুসারী। যেটা সংক্ষেপে তুমি বলবে, ‘আমি একজন সালাফী’। এক্ষেত্রে তিনি একটি চমৎকার পংক্তি উল্লেখ করতেন তা হ’ল
তৃতীয়ত: ◆ ▬▬▬▬◆◈◆ ▬▬▬▬ ◐◯◑
চতুর্থত: রেফারেন্সে বোল্ড ফন্ট ব্যাবহার করবনে না। মুল লেখা থেকে রেফারেন্সের ফন্ট সাইজ ছোট করে দিলে ভালো ইনশাআল্লাহ।
সুন্দর করে পোস্ট করলে আমাদের পাঠকেরা সহজেই আপনার পোস্ট পড়তে পারবে এবং হয়তো কিছুদিন পর আপনার পোস্টটি গুগল সার্চেও আপনি সহজেই পেয়ে যাবেন।
ফোরামের কনটেন্টগুলো আরও নিখুঁতভাবে খুঁজে পাওয়ার জন্য Tag সিস্টেম চালু করা হয়েছে।
একটি পোস্টে আপনি সর্বোচ্চ তিনটি Tag ব্যবহার করতে পারবেন। তাই শুধুমাত্র পোস্ট রিলেটেড ট্যাগ ব্যবহার করুন।
কোনো Tag খুঁজে না পেলে এই পোস্টে ট্যাগের নাম দিয়ে কমেন্ট করুন, আমরা আপনার ট্যাগটি সিস্টেমে যুক্ত করে দিবো ইনশাআল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইরান।
- আপনার পুরনো পোস্টে Tag যুক্ত করতে নিচের ভিডিয়োটি দেখুন:
- নতুন পোস্টে Tag যুক্ত করতে নিচের ভিডিয়োটি দেখুন:
জাযাকুমুল্লাহু খাইরান।
ফোরামের অন্যান্য নিয়ম ও নীতিমালা পড়ুন।
SalafiForum.com - ইলমের পথে সালাফদের সাথে।