সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
FORUM BOT

প্রশ্নোত্তর ১২৫. হায়েয ও নিফাস অবস্থায় কী কী কাজ বৈধ?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,134
Comments
4,353
Solutions
1
Reactions
34,836
Credits
24,212
১. হায়েযওয়ালী স্ত্রীর সাথে স্বামীর গা লাগানো, একত্রে শয়ন করা। (বুখারী: ৩০২; মুসলিম: ৩০২)। তবে স্ত্রী তার হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা আবশ্যক। হায়েয অবস্থায় স্ত্রীসহবাস হারাম হলেও তার সাথে অন্য যেকোন প্রকার ফুর্তি আমোদ করতে কোন নিষেধ নেই।

২. একই গ্লাস বা প্লেটে ঋতুবতী স্ত্রীর সাথে পানাহার করা বৈধ। (মুসলিম: ৩০০)

৩. ঋতুবতী স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন পাঠ করা; (বুখারী: ২৯৭)।

৪. হায়েযাওয়ালী মেয়ে তার স্বামীর খিদমত করা, মাথা ধুয়ে দেওয়া ও চুল আঁচড়িয়ে দেওয়া। (বুখারী: ২৯৫, আধুনিক: ২৮৬)।

৫. ঈদগাহে যাওয়া, ঈদের খুৎবা শোনা ও আসা-যাওয়ার পথে তাকবীর বলা।এটা শুধু জায়েযই নয় বরং মুস্তাহাব। (বুখারী: ৩২৪, আধুনিক: ৩১৩)।

৬. হজ্জ ও ওমরা পালনে শুধুমাত্র কাবাঘর তাওয়াফ করা ছাড়া বাকি সকল হুকুম আহকাম পালন করতে পারবে। যেমন তালবিয়্যাহ পাঠ, যিকর-আযকার ও দুআ সবই করতে পারবে।(বুখারী: ৩০৫, আধুনিক: ২৯৪)।

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Top