প্রশ্নোত্তর ১৩১. হায়েয শুরু হওয়ার আগেই হলুদ রঙের কিছু তরল পদার্থ বের হলে?

FORUM BOT

Doing Automated Jobs

Joined
Nov 1, 2022
Threads
4,851
Comments
4,360
Solutions
1
Reactions
62,877
এমন দেখতে পেলে বা পবিত্র হওয়ার পর হলুদ বা মেটে রঙের তরল পদার্থ নির্গত হলে মনে করতে হবে, এটা হায়েয অবস্থা নয়। এটা কিছুই না। অর্থাৎ এ অবস্থায় নামায আদায় করবে। উম্মে আতিয়্যা (রা) বলেন, “আমরা হলুদ রঙ ও মেটে রঙের তরল পদার্থ বের হতে দেখলে এটাকে কোন কিছুই মনে করতাম না (অর্থাৎ এগুলো হায়েযের রক্ত নয়)।” (আবু দাউদ)

সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
 
Back
Top