হৃদয়স্পর্শী বাণী - ১৭

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,159
Comments
1,351
Solutions
1
Reactions
12,996
• বিলাল ইবন সা'দ (রহিমাহুল্লাহ) বলেছেন:
"যখন তুমি এমন কোনো লোককে দেখবে যে একগুঁয়ে, ঝগড়াটে এবং নিজের মতের উপর অহংকারী, তবে সে ক্ষতিগ্রস্ত।"

[ইবন বিশরান ফি ফাওয়া'ইদিহি : ৪৪]

• ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) বলেছেন:
"হয় তুমি জ্ঞানের সাথে কথা বলবে, অথবা তুমি নম্রতার সাথে নীরব থাকবে।"

[ওয়াসিতিয়্যাহ আহলুস সুন্নাহ বাইনাল ফিরাক, পৃষ্ঠা ১০৩]

• ইবন আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন:
"মুনাফিকের (কপট ব্যক্তির) জন্য পাথর বহন করাও সহজ, কিন্তু কুরআন তিলাওয়াত করা তার চেয়ে কঠিন।"

[শুআবুল ঈমান, আল-বায়হাক্বী ২/৩৫৪]

• উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন: "যাঁরা তোমাদের শিক্ষা দিয়েছেন এবং যাঁদের তোমরা শিক্ষা দাও, উভয়ের সাথেই বিনয়ী আচরণ করো।"

[আল-আদাব আশ-শারইয়াহ: ১/২২৪]

• ইবন তাইমিয়্যাহ (রহিমাহুল্লাহ) বলেছেন:
"শয়তান চায় মানবজাতি তার সমস্ত বিষয়ে সীমালঙ্ঘনকারী এবং অপচয়কারী হোক।"

[তাফসীর আল-কাবীর: ৫/২৪৭]

• হাবীব ইবন আবী ছাবিত (রহিমাহুল্লাহ) বলেছেন:
"একজন মানুষের উত্তম চরিত্রের অংশ হলো, সে তার সঙ্গীর সাথে হাসিমুখে কথা বলে।"

[রাওদাতুল উক্বালা লি-ইবন হিব্বান : ৭৭]
 
Similar content Most view View more
Back
Top