হৃদয়স্পর্শী বাণী - ১৬

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,158
Comments
1,350
Solutions
1
Reactions
12,976
• "যে বেশি কথা বলে, বেশি হাসি-ঠাট্টা করে, তার ব্যক্তিত্ব কমে যায়। যে যেই কাজ বেশি করে, সে সেই কাজের দ্বারাই পরিচিত হয়।"

- আহনাফ ইবনে কাইস (রহ.)
[মাওসুআতু ইবনি আবিদ দুনইয়া, ৭/২৩৭]


• “ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”

- আবু দারদা (রা.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]


• “হে আমার প্রিয় বৎস! এমন ব্যক্তিকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করো না, যে গোপনে (বা মানুষের অগোচরে) আল্লাহকে ভয় করে না, যে খারাপ ও পাপকাজ থেকে নিজেকে বিরত রাখে না, এবং বার্ধক্যে উপনীত হওয়ার পরও যার চরিত্র ভালো হয় না।”

- আবু হাজিম (রহ.)
[আল-উমর ওয়াশ শায়ব, ৬১]


• আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু) বলেন-

“যদি তোমরা জানতে মৃত্যুর পর কীসের সাক্ষাৎ পেতে যাচ্ছো, তাহলে যা মনে চায় তা-ই খেতে পারতে না এবং যা মনে চায় তা-ই পান করতে পারতে না। সেই ঘরে প্রবেশ করতে না, যে ঘরে বসে জুলুম করেছো। বুক চাপড়াতে চাপড়াতে পাহাড়ে চলে যেতে এবং নিজেদের কাজের জন্য প্রচুর পরিমাণে কাঁদতে। আর বলতে, হায়, আমি যদি গাছ হতাম, এরপর আমাকে খেয়ে ফেলা হতো!”

(আহমাদ, আয-যুহদ, ৭৩০)

• ‘‘কারো একটা টাকা হারিয়ে গেলে সারাদিন সে বলতে থাকে, ইন্না-লিল্লাহ! আমার একটা টাকা অপচয় হয়ে গেলো, অথচ তাঁর বয়স প্রতিদিনই বাড়ছে, কিন্তু কখনো সে আফসোস করে বলে না, ইশ! আমার সময়টা ফুরিয়ে আসছে!’’

- আবু বকর বিন আয়াশ (রহ.)
[হিলইয়াতুল আওলিয়া, ৮/৩০৩]


• “তোমার ভাইয়ের প্রতি জুলমের একটি উদাহরণ হলো, তুমি তার মধ্যে দেখা সবচেয়ে মন্দ দিকটি মানুষের কাছে বলে বেড়াবে, অন্যদিকে তার ভালো গুণগুলো গোপন রাখবে।”

- ইমাম ইবনু সিরীন (রহ.)
[আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৯/২৭৫]
 
Similar content Most view View more
Back
Top