হৃদয়স্পর্শী বাণী - ১৫

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,157
Comments
1,349
Solutions
1
Reactions
12,973
• “অবশ্যই যৌবন, অবসর সময় এবং প্রাচুর্য—এই তিনটি জিনিসই মানুষের জন্য কত বড় ফিতনা ও ধ্বংসের কারণ (যথেষ্ট) হতে পারে!”

[দিওয়ানু আবিল ইতাহিয়া, পৃষ্ঠা: ৪৪৮; যাহাবী, সিয়ারু আ'লামিন নুবালা, খন্ড: ১০ পৃষ্ঠা: ১৯৬]

• আবু ইয়াহিয়া মালিক ইবনে দিনার আল-বাসরী রহিমাহুল্লাহ [মৃত্যু: ১৩০ হিজরি/৭৪৮ খ্রিস্টাব্দ]—তিনি বলেছেন,

“নেককার লোকেরা একে অপরকে তিনটি বিষয়ে উপদেশ দিতেন”—

১. জিহ্বাকে সংযত রাখা।
২. অধিক পরিমাণে ইস্তিগফার করা।
৩. অপ্রয়োজনীয় সংসর্গ পরিহার করে একাকিত্ব অবলম্বন করা।

[হিলইয়াতুল আওলিয়া ওয়া ত্ববাক্বতুল আসফিয়া আবু নু'আইম, খন্ড: ২, পৃষ্ঠা: ৩৭৭]

• ইমাম ইবনু কাইয়্যেম আল জাওযিয়্যাহ’ রহিমাহুল্লাহ [মৃত: ৭৫১ হিজরী/১৩৫০ খ্রিস্টাব্দ.]—তিনি বলেছেন,

“শরীরের প্রশান্তি নিহিত রয়েছে অল্প খাদ্য গ্রহণে, আত্মার প্রশান্তি নিহিত রয়েছে কম গুনাহে,আর জিহবার প্রশান্তি নিহিত রয়েছে কম কথায়।গুনাহ হৃদয়ের জন্য বিষের ন্যায়। তা যদি হৃদয়কে সম্পূর্ণ ধ্বংস না-ও করে, তবুও অবধারিতভাবে তাকে দুর্বল করে দেয়। আর যখন হৃদয়ের শক্তি দুর্বল হয়ে যায়, তখন সে আর রোগসমূহের মোকাবিলা করতে সক্ষম হয় না”।

[যাদুল-মা'আদ ফি হাদি খায়েরিল 'ইবাদ ইমাম ইবনু কাইয়্যিম, খন্ড: ৪ পৃষ্ঠা: ১৮৬]

• হাসান আল-মুযাইয়িন (রাহিমাহুল্লাহ) বলেন,

“একটি পাপের পর আরেকটি পাপ হলো প্রথম পাপের জন্য শাস্তি। আর সৎ কাজের পর সৎ কাজ করা আগের সৎ কাজের জন্য পুরস্কার।”

[যাম্মুল হাওয়া লি ইবনুল জাওযী, পৃষ্ঠা: ১৮৫]
 
Similar content Most view View more
Back
Top