হৃদয়স্পর্শী বাণী - ১৪

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,140
Comments
1,332
Solutions
1
Reactions
12,652
• আব্দুল্লাহ ইবনু মাসউদ (রহ:) বলেন, "যে ব্যক্তি জানতে পসন্দ করে যে সে আল্লাহকে ভালোবাসে কি না, তাহলে তার লক্ষ্য করা উচিত যে, যদি সে কুরআনকে ভালোবাসে তাহলে আল্লাহ এবং তাঁর রাসুল তাকে ভালোবাসবেন।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮০

• ইয়াহইয়া ইবনু মু'আয (রহ:) বলেন, "সরিষার দানা সমপরিমাণ ভালোবাসা আমার নিকটে সত্তর বছরের ইবাদতের চেয়েও প্রিয়, যা ভালোবাসা ছাড়া করা হয়ে থাকে।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮১

• ইয়াহইয়া ইবনু মু'আয (রহ:) বলেন, "সে ব্যক্তি সত্যবাদী নয়- যে দাবি করে যে, সে আল্লাহকে ভালোবাসে, অথচ সে তাঁর (আল্লাহর) নির্ধারিত সীমা রেখা হেফাযত করে না।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩

• হাসান আল-বাছরী বলেন, "হে আদম সন্তান! তুমি অল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবেন। আর জেনে রেখো তুমি কখনোই আল্লাহকে ভালোবাসতে পারবে না, যতক্ষণ না তুমি তাঁর আনুগত্যকে ভালোবাসবে।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩

• ফুযাইল ইবন ইয়াদ (রহ:) বলেন, "ধন্য সেই ব্যক্তি যে মানুষ থেকে নির্জনে থাকে ও তাঁর রবের ঘনিষ্ঠ হওয়া পসন্দ করে এবং নিজ পাপের কারণে অশ্রু ঝরায়।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩

• কাছীর ইবনু উবাইদ আল-হিমছী (রহ:) বলেন, "আমার হৃদয়ে আল্লাহ ছাড়া আমি কখনো মসজিদের দরজায় প্রবেশ করিনি।" — কিতাবু মিন আখবারিস সালাফিছ ছালিহ, পৃ. ১৮৩

[মাসিক আল ইখলাছ, ডিসেম্বর ২০২৫]
 
Similar threads Most view View more
Back
Top