Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
• মালেক ইবনু দীনার (রহঃ) বলেন, ‘তুমি দুনিয়া নিয়ে যতটুকু পেরেশান হবে, তোমার হৃদয় থেকে ততটুকু আখেরাতের চিন্তা উধাও হয়ে যাবে। অনুরূপভাবে আখেরাতের ব্যাপারে তুমি যতটুকু চিন্তা-ভাবনা করবে, সেই পরিমাণ পার্থিব দুশ্চিন্তা তোমার হৃদয় থেকে বের হয়ে যাবে’। [আহমাদ ইবনু হাম্বল, আয্-যুহ্দ, পৃ. ২৫৯]
• ইবনুল জাওযী (রহঃ) বলেন, ‘ভ্রাতৃমন্ডলী! তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক হও। কেননা এটা হারূত ও মারূতের চেয়েও দক্ষ যাদুকর। কারণ তারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। আর দুনিয়া বান্দা ও তার রবের মাঝে বিচ্ছেদ ঘটায়’। [ইবনুল জাওযী, আল-মুদহিশ, পৃ: ৩৮৬]
• ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) বলেন, ‘দুর্ভোগ সেই ব্যক্তির জন্য, দুনিয়া যার আশা-আকাঙ্ক্ষার স্থল এবং পাপ করাই তার কাজ। সে অত্যন্ত ভোজন রসিক, স্বল্প জ্ঞানের অধিকারী। সে পার্থিব বিষয়ে বিজ্ঞ হলেও আখেরাতের ব্যাপারে অজ্ঞ’। [আল-আশবিলী, আল-‘আক্বিবাহ ফী যিকরিল মাওত, পৃ. ৯০]
• ইয়াহ্ইয়া ইবনে মু‘আয (রহঃ) বলেন, ‘যে দুনিয়া তালাশ করে, দুনিয়া তার আমীর বা পরিচালক হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়াকে পরিত্যাগ করে, দুনিয়া তার খাদেম হয়ে যায়। দুনিয়া হচ্ছে আখেরাতের সাঁকো। তোমরা এই সাঁকো পার হয়ে চলে যাও। এখানে বসতি স্থাপন করতে যেয়ো না। কেননা সাঁকোর উপরে প্রাসাদ নির্মাণ করা বুদ্ধিমত্তার পরিচয় নয়’। [আবূ নু‘আইম, হিলয়াতুল আওলিয়া, ১০/৫৩]
• ইয়াহ্ইয়া ইবনে মু‘আয (রহঃ) বলেন, ‘দুনিয়া হল শয়তানের মাদক। যে ব্যক্তি এই মাদকে আসক্ত হবে, সে ক্ষতিগ্রস্তদের সাথে মৃতদের দলভুক্ত হওয়া ছাড়া হুঁশ ফিরে পাবে না’। [ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়া ৪/৬৭]
— আত তাহরীক
• ইবনুল জাওযী (রহঃ) বলেন, ‘ভ্রাতৃমন্ডলী! তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক হও। কেননা এটা হারূত ও মারূতের চেয়েও দক্ষ যাদুকর। কারণ তারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। আর দুনিয়া বান্দা ও তার রবের মাঝে বিচ্ছেদ ঘটায়’। [ইবনুল জাওযী, আল-মুদহিশ, পৃ: ৩৮৬]
• ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) বলেন, ‘দুর্ভোগ সেই ব্যক্তির জন্য, দুনিয়া যার আশা-আকাঙ্ক্ষার স্থল এবং পাপ করাই তার কাজ। সে অত্যন্ত ভোজন রসিক, স্বল্প জ্ঞানের অধিকারী। সে পার্থিব বিষয়ে বিজ্ঞ হলেও আখেরাতের ব্যাপারে অজ্ঞ’। [আল-আশবিলী, আল-‘আক্বিবাহ ফী যিকরিল মাওত, পৃ. ৯০]
• ইয়াহ্ইয়া ইবনে মু‘আয (রহঃ) বলেন, ‘যে দুনিয়া তালাশ করে, দুনিয়া তার আমীর বা পরিচালক হয়ে যায়। আর যে ব্যক্তি দুনিয়াকে পরিত্যাগ করে, দুনিয়া তার খাদেম হয়ে যায়। দুনিয়া হচ্ছে আখেরাতের সাঁকো। তোমরা এই সাঁকো পার হয়ে চলে যাও। এখানে বসতি স্থাপন করতে যেয়ো না। কেননা সাঁকোর উপরে প্রাসাদ নির্মাণ করা বুদ্ধিমত্তার পরিচয় নয়’। [আবূ নু‘আইম, হিলয়াতুল আওলিয়া, ১০/৫৩]
• ইয়াহ্ইয়া ইবনে মু‘আয (রহঃ) বলেন, ‘দুনিয়া হল শয়তানের মাদক। যে ব্যক্তি এই মাদকে আসক্ত হবে, সে ক্ষতিগ্রস্তদের সাথে মৃতদের দলভুক্ত হওয়া ছাড়া হুঁশ ফিরে পাবে না’। [ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়া ৪/৬৭]
— আত তাহরীক