Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ) বলেন :
• কারও কাছে যদি ১০ হাজার দিরহামও থাকে, তবু তার আয়-রোজগার বাদ দিয়ে বেকার বসে থাকা উচিত নয়। কারণ, এতে সে প্রতিবেশী ও আত্মীয়দের সাহায্য করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। কিংবা নিজের পরিবারকে আরও ভালোভাবে পরিচালনা করতে ব্যর্থ হবে। – আল মুনতাযম, ইবনুল জাওযি, খণ্ড: ৯; পৃষ্ঠা: ১৬১
• একবার ইমাম ফুযাইল ইবনু ইয়ায ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, আপনি সবাইকে দুনিয়াবিমুখ হতে বলেন, অর্থসম্পদের মোহ ত্যাগ করতে বলেন, অথচ আপনি নিজেই তো জমিয়ে ব্যবসা করছেন! তখন ইবনুল মুবারক বলেন, অর্থসম্পদ উপার্জন আর সম্পদের প্রতি লালসা এক নয়। আমি অর্থ উপার্জন করি আত্মমর্যাদা রক্ষা করে চলার জন্য; অন্যের করুণার পাত্র হওয়া থেকে বেঁচে থাকার জন্য এবং দ্বীনের পথে অকাতরে দান করার জন্য। – সিয়ার আলামিন নুবালা, খণ্ড: ৮; পৃষ্ঠা: ৩৮৭
• দ্বীনি কাজে দ্বীনি ভাইদের পাশে না পেয়ে যে পরিমাণ কষ্ট পেয়েছি, অন্য কোনো কারণে এত বেশি কষ্ট পাইনি। – সিফাতুস সাফওয়া, খণ্ড: ৪; পৃষ্ঠা: ১২৫
• সৎ, দ্বীনদার ও গরিব-দুখী মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আর বিদআতি ও ধর্মচ্যুতদের থেকে দূরে থাকবে। – সিয়াবু আলামিন নুবালা, খণ্ড: ৮; পৃষ্ঠা: ৩৯৯
• যদি তোমার কোনো দ্বীনি ভাইয়ের মাঝে বিশেষ কোনো দোষ দেখতে পাও, তবে তাকে গোপনে সে বিষয়টা জানাবে। সম্ভব হলে পরামর্শ ও সদুপদেশ দিয়ে সাহায্য করবে। এতে তুমি একই সাথে দুটির কাজের সাওয়াব পাবে। – রাউযাতুল উকালা, পৃষ্ঠা: ১৯৭
• আমার জানামতে, বর্তমান পৃথিবীতে এমন কেউ নেই, যে উপদেশ কিংবা কল্যাণকর কথা মন থেকে মেনে নিতে আগ্রহী! – আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খন্ড: ১; পৃষ্ঠা: ৫০
• কারও কাছে যদি ১০ হাজার দিরহামও থাকে, তবু তার আয়-রোজগার বাদ দিয়ে বেকার বসে থাকা উচিত নয়। কারণ, এতে সে প্রতিবেশী ও আত্মীয়দের সাহায্য করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। কিংবা নিজের পরিবারকে আরও ভালোভাবে পরিচালনা করতে ব্যর্থ হবে। – আল মুনতাযম, ইবনুল জাওযি, খণ্ড: ৯; পৃষ্ঠা: ১৬১
• একবার ইমাম ফুযাইল ইবনু ইয়ায ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন, আপনি সবাইকে দুনিয়াবিমুখ হতে বলেন, অর্থসম্পদের মোহ ত্যাগ করতে বলেন, অথচ আপনি নিজেই তো জমিয়ে ব্যবসা করছেন! তখন ইবনুল মুবারক বলেন, অর্থসম্পদ উপার্জন আর সম্পদের প্রতি লালসা এক নয়। আমি অর্থ উপার্জন করি আত্মমর্যাদা রক্ষা করে চলার জন্য; অন্যের করুণার পাত্র হওয়া থেকে বেঁচে থাকার জন্য এবং দ্বীনের পথে অকাতরে দান করার জন্য। – সিয়ার আলামিন নুবালা, খণ্ড: ৮; পৃষ্ঠা: ৩৮৭
• দ্বীনি কাজে দ্বীনি ভাইদের পাশে না পেয়ে যে পরিমাণ কষ্ট পেয়েছি, অন্য কোনো কারণে এত বেশি কষ্ট পাইনি। – সিফাতুস সাফওয়া, খণ্ড: ৪; পৃষ্ঠা: ১২৫
• সৎ, দ্বীনদার ও গরিব-দুখী মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। আর বিদআতি ও ধর্মচ্যুতদের থেকে দূরে থাকবে। – সিয়াবু আলামিন নুবালা, খণ্ড: ৮; পৃষ্ঠা: ৩৯৯
• যদি তোমার কোনো দ্বীনি ভাইয়ের মাঝে বিশেষ কোনো দোষ দেখতে পাও, তবে তাকে গোপনে সে বিষয়টা জানাবে। সম্ভব হলে পরামর্শ ও সদুপদেশ দিয়ে সাহায্য করবে। এতে তুমি একই সাথে দুটির কাজের সাওয়াব পাবে। – রাউযাতুল উকালা, পৃষ্ঠা: ১৯৭
• আমার জানামতে, বর্তমান পৃথিবীতে এমন কেউ নেই, যে উপদেশ কিংবা কল্যাণকর কথা মন থেকে মেনে নিতে আগ্রহী! – আত তাবাকাতুল কুবরা লিশ-শাবানি, খন্ড: ১; পৃষ্ঠা: ৫০