- Joined
- Jan 3, 2023
- Threads
- 653
- Comments
- 796
- Reactions
- 6,944
- Thread Author
- #1
উত্তর: মহিলা যে দিন হায়েজ বা নিফাস হতে পবিত্র হবে, ঐ দিনের বাকি অংশ তাকে পানাহার থেকে বিরত থাকতে হবে। সাথে ঐ দিনের রোযা কাযাও আদায় করতে হবে। এমনি বিধান হলো, ঐ মুসাফিরের যে দিনের বেলা বাড়ীতে পৌঁছে বা ঐ অসুস্থ ব্যক্তির যে দিনের মধ্যভাগে আরোগ্য লাভ করে।
সূত্র: 'প্রশ্নোত্তরে সিয়াম' বই ; লেখক: শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরীন (রহ.); [সাবেক, স্থায়ী ফতোয়া কমিটির সদস্য, সৌদি আরব]
সূত্র: 'প্রশ্নোত্তরে সিয়াম' বই ; লেখক: শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরীন (রহ.); [সাবেক, স্থায়ী ফতোয়া কমিটির সদস্য, সৌদি আরব]